Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাহিদের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর: জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ০৯:০১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১০:৩৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: সারাবাংলা

ঢাকা: জামায়াতকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবি করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

রোববার (১৯ অক্টোবর) নাহিদের ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। জামায়াতে ইসলামীর পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন, তা সর্বৈব মিথ্যা ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কী বুঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে বোধগম্য নয়। তার কাছে এই ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না।’

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। কাজেই নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই।’

তিনি নাহিদ ইসলামকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান।

বিজ্ঞাপন

ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে
২০ অক্টোবর ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর