Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ইসি’র বৈঠক শুরু

‎স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১১:২৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৩:৪৭

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করছেন ইসি। ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার ২০ অক্টোবর সকাল সাড়ে ১০টার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠকটি শুরু হয়।

‎ভোট প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির এটি প্রথম বৈঠক। এতে ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন।

‎এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী ,বিমান বাহিনী , সশস্ত্র বাহিনী বিভাগ, , বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র‍্যাব এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডির প্রতিনিধি, মহাপরিচালক উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

‎উল্লেখ্য, রোজার আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজন করবে সাংবিধানিক এ সংস্থাটি। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

‎ইতিমধ্যে কমিশন গত ২৮ সেপ্টেম্বর রোববার নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ‘সংলাপ পর্ব’ শুরু করে। ৬ অক্টোবর গণমাধ্যম প্রতিনিধি এবং ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করেছে।

বিজ্ঞাপন

ওয়াটারএইডে চাকরির সুযোগ
২০ অক্টোবর ২০২৫ ১৩:০৯

আরো

সম্পর্কিত খবর