ঢাকা: তিন দফা দাবিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চলমান আন্দোলনে একাত্মতা ও সংহতি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দেখা করেন এবং সংহতি প্রকাশ করেন তিনি।
এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “শিক্ষক সমাজের ন্যায্য দাবি পূরণে বিএনপি সবসময় শিক্ষকদের পাশে আছে। শিক্ষকদের আন্দোলন সরকার অবজ্ঞা করতে পারে না। বিএনপি মনে করে, এমপিওভুক্ত শিক্ষকদের দাবি বাস্তবায়ন রাষ্ট্রের দায়বদ্ধতার অংশ।”
তিনি আরও বলেন, “শিক্ষকরা আজ আমরণ অনশনে রয়েছেন—এটি জাতির জন্য লজ্জার বিষয়। অবিলম্বে সরকারের উচিত তাদের তিন দফা দাবি মেনে নেওয়া।”
এর আগে, সকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শহিদ মিনারে গিয়ে শিক্ষকদের সঙ্গে সংহতি জানাবেন।
আজিজী বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, শিক্ষকদের দাবির বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আগামী ২২ অক্টোবর তিনি শিক্ষকদের মাঝে উপস্থিত থাকবেন।”
এদিকে, শিক্ষকদের আন্দোলন নবম দিনে গড়িয়েছে। আমরণ অনশন কর্মসূচি চলমান রাখার পাশাপাশি সোমবার জাতীয় শহিদ মিনারে বৃহৎ শিক্ষক সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে শহিদ মিনার এলাকায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকদের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে।
জোটের নেতারা জানিয়েছেন, শিক্ষক সমাজের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এদিকে, ডিএমপি কমিশনারও সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করে আলোচনার জন্য কিছু সময় চেয়েছেন বলে জানা গেছে।
শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছেএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের বৈষম্যহীন বেতন কাঠামো প্রণয়ন,সব ভাতাদি সরকারি শিক্ষকদের সমান হারে নির্ধারণ।