বরিশাল: সড়ক পার হওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় বরিশালের বাবুগঞ্জে আব্বাস হোসেন (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের কামিনী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় স্থানীয়রা আব্বাসকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত আব্বাস হোসেনের বাড়ি যশোর জেলায়। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে কামিনী পাম্প এলাকায় বসবাস করছেন।
স্থানীয়রা বলেন, আব্বাস হোসেন কামিনী পাম্পের সামনে হোটেল ব্যবসা করতেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে সড়ক পার হওয়ার সময় বরিশালগামী আশিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস আব্বাসকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন উল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি থানা হেফাজতে রয়েছে।