Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে সিটি কোর্পোরেশন ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৫:২০ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৬:৫০

বগুড়া পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। ছবি: সারাবাংলা

বগুড়া: আগামী বিজয় দিবসের আগেই আনুষ্ঠানিকভাবে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হতে পারে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান এ কথা বলেন।

তিনি আরো বলেন, উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর বগুড়া। শহরটি দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের দাবিতে সরব ছিল। সেটি এখন বাস্তবায়নের পথে। সরকারি রাজস্ব নিয়ে বহু আগেই সিটি করপোরেশনের শর্ত পূরণ করেছে এই পৌরসভা। এজন্য সিটি কর্পোরেশন হওয়ার সব যোগত্যা রয়েছে বগুড়ার। যে পৌরসভায় ৫ কোটি ট্যাক্স আদায় করতে পারে সেটি সিটি কর্পোরেশন হওয়ার যোগ্যতা রাখে। সেখানে বগুড়া পৌরসভা ট্যাক্স আদায় করে ৪০ কোটি টাকা। এছাড়াও আয়তন ও জনসংখ্যাসহ অবকাঠামোগত বিষয়ে বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার দিক থেকে অনেক এগিয়ে।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, বগুড়া পৌর প্রশাসক মাসুম আলী বেগ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর