Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৫:৫৭

লোকাল ট্রেন চালুর দাবিতে মানববন্ধন। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: বিভাগীয় জেলা সদর ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া রুটে গত এক মাস ধরে লোকাল ট্রেন বন্ধ থাকার প্রতিবাদে এবং অবিলম্বে ট্রেন চালুর দাবিতে ময়মনসিংহ রেল স্টেশনে মানববন্ধন করেছে সাধারণ মানুষ।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে এই মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষের পাশাপাশি সাধারণ যাত্রীরাও অংশ নেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, এই রুটে কোনো আন্তঃনগর ট্রেন না থাকা সত্বেও হঠাৎ করে লোকাল ট্রেন বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন। ট্রেন বন্ধ থাকার কারনে বিকল্প পথে ৮ থেকে ১০ গুণ ভাড়া অতিরিক্ত ব্যয় হচ্ছে এবং চলাচল করতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে পুনরায় লোকাল ট্রেনটি চালুর দাবি জানান তারা।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে স্টেশন সুপারের কাছে স্মারকলিপি দেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর