ময়মনসিংহ: বিভাগীয় জেলা সদর ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া রুটে গত এক মাস ধরে লোকাল ট্রেন বন্ধ থাকার প্রতিবাদে এবং অবিলম্বে ট্রেন চালুর দাবিতে ময়মনসিংহ রেল স্টেশনে মানববন্ধন করেছে সাধারণ মানুষ।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে এই মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষের পাশাপাশি সাধারণ যাত্রীরাও অংশ নেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, এই রুটে কোনো আন্তঃনগর ট্রেন না থাকা সত্বেও হঠাৎ করে লোকাল ট্রেন বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন। ট্রেন বন্ধ থাকার কারনে বিকল্প পথে ৮ থেকে ১০ গুণ ভাড়া অতিরিক্ত ব্যয় হচ্ছে এবং চলাচল করতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে পুনরায় লোকাল ট্রেনটি চালুর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে স্টেশন সুপারের কাছে স্মারকলিপি দেন তারা।