Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ ও ট্রলার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৮:১০ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৯:৫৯

মা ইলিশ সংরক্ষণ অভিযান। ছবি: সারাবাংলা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদীর বিভিন্ন স্থানে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৮০ কেজি ইলিশ মাছ ও একটি ট্রলার জব্দ করা হয়েছে। এসময় ট্রলারে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২০ অক্টোবর) সকাল ৮টা হতে বেলা ১১টা পর্যন্ত চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে এসআই মোমেন ভুঁইয়া, এসআই সাহাবুল আলমসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব মাছ ও ট্রলার জব্দ করা হয়।

জব্দকৃত ৮০ কেজি ইলিশ মাছের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ও ইঞ্জিন চালিত কাঠের ট্রলারের মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোডিং ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং জব্দকৃত ইঞ্জিনচালিত ট্রলার ফাঁড়ি হেফাজতে আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম জানান, ‘আমরা নিয়মিত মা ইলিশ সংরক্ষণ অভিযান চালাচ্ছি। আজ মালিকবিহীন ৮০ কেজি ইলিশ মাছ ও একটি ট্রলার জব্দ করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক। অভিযান অব্যহত আছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর