Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবির এলিট সদস্যরা এপক্সের পণ্যে ছাড় পাবে

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৮:৪৫

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অতিথিরা।

ঢাকা: রবি আজিয়াটা পিএলসি তাদের প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম রবি এলিট-কে আরও শক্তিশালী করতে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব গঠন করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে রবি এলিট সদস্যরা এখন এপেক্সের নতুন কালেকশনে বিশেষ ছাড়, এক্সক্লুসিভ ও পার্সোনালাইজড শপিং সুবিধা পাবেন।

এ ছাড়াও, সদস্যদের জন্য থাকছে ব্যক্তিগতকৃত ও প্রিমিয়াম ইন-স্টোর শপিং অভিজ্ঞতা, যা গ্রাহকের সুবিধা ও সন্তুষ্টি বৃদ্ধিতে সহায়ক হবে।

সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি এ তথ্য জানিয়েছে।

রবি জানায়, সম্প্রতি প্রতিষ্ঠান দু’টির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশনস) মানিক লাল দাস, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবীর ও ডেপুটি ম্যানেজার (সিআরএম) মো. তারিকুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রবি এলিট হলো রবি আজিয়াটার একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। রবি এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা। বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা। সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।

সারাবাংলা/ইএইচটি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর