Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছুঁই ছুঁই, আক্রান্ত ছাড়াল ৬০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৮:৫১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ২১:৫১

মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেঙ্গু ইউনিট। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব যেন কমছেই না। গত ২৪ ঘণ্টায়ও ডেঙ্গু আক্রান্ত চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জন। আর ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬০ হাজার ৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৩, ঢাকা উত্তর সিটিতে ২১১, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৯, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু’জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল রোববার দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর