Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে: ইউনুস আহমদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ২১:৫০

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল।

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকায় নির্বাচন পরবর্তী সরকার জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করতেও দ্বিধা করবে না।

সোমবার (২০ অক্টোবর) বায়তুল মোকাররমের পূর্ব গেটে ৭ দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ৫ দফা দাবি আদায়ে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মহাসচিব বলেন, স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাস দেখলে বোঝা যায়, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার পর নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। তাই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিশেষ ট্রাইবুনাল গঠন করে ফ্যাসিবাদের সহযোগী ১৪ দলকে নির্বাচনের আগেই বিচারের মুখোমুখি করতে হবে। জুলাইয়ে শহিদ এবং আহতরা হলো এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড। তাদেরকে দেখেই সাধারণ জনতা আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে সহস্রাধিক শহিদ এবং লাখের অধিক আহতদের কোনো একসময় দেশদ্রোহী, বিশ্বাসঘাতক হিসেবে প্রতিষ্ঠিত করলেও কিছু করার থাকবে না। আহতদের পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করতেও অন্তর্বর্তী সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে। আহতদের পরিপূর্ণ পুনর্বাসন জরুরি হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, চলমান পদ্ধতিতে এদেশের মানুষ বারবার স্বৈরশাসক পেয়েছে। তাই যে সিস্টেমের কারণে দেশে বারবার স্বৈরাচার তৈরি হয়েছে সে সিস্টেমকে টিকিয়ে রাখতে জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতা জীবন বিসর্জন দেয়নি। এই সিস্টেম পরিবর্তন করাই জুলাই বিপ্লবের চাহিদা। তাই পিআর পদ্ধতির বিকল্প নাই।

দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, সহকারি মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুনতাসির আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর