Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাসনসহ চার খাতের ৩ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ১৩ নভেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৯:৪২ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ২১:৫০

-ছবি : সংগৃহীত

ঢাকা: নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট ৩ দিনব্যাপী একটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে ঢাকায়। আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনীর আয়োজন করেছে ‘কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস’ (সেমস-গ্লোবাল ইউএসএ)।

এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশনস, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস ও সপ্তম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো মিলিয়ে এবারের আয়োজনটি হবে। প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, ইন্টেরিয়র ডিজাইন এবং যুগোপযোগী আবাসন সমাধান তুলে ধরা হবে। প্রদর্শনীর পাশাপাশি থাকছে চারটি সেমিনার ও জ্ঞান-বিনিময় সেশন, যেখানে বিশেষজ্ঞরা নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক প্রবণতা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক এ প্রদর্শনীতে চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ ২০টিরও বেশি দেশের ২০০টির বেশি প্রদর্শক কোম্পানি অংশ নেবে। ৫০০-এরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের নির্মাণ খাত বর্তমানে জিডিপি-তে ৮ শতাংশের বেশি অবদান রাখছে। ১৭ কোটিরও বেশি জনসংখ্যা ও দ্রুত নগরায়নের কারণে আবাসন ও অবকাঠামোর চাহিদা ক্রমেই বাড়ছে। কাজেই বিল্ড সিরিজ অব এক্সিবিশনস সংশ্লিষ্ট খাতে প্রযুক্তি ও অংশীদারিত্ব বিনিময়ের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।

বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস সংশ্লিষ্ট ‘২৭তম পাওয়ার বাংলাদেশ ২০২৫’, ‘২২তম সোলার বাংলাদেশ ২০২৫’ এবং ‘সপ্তম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৫’। এ প্রদর্শনীগুলো দেশের বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সঞ্চালন, নবায়নযোগ্য জ্বালানি ও আলোক প্রযুক্তির সর্ববৃহৎ আন্তর্জাতিক আসর হিসেবে স্বীকৃত। প্রদর্শনীতে থাকবে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন প্রযুক্তি, সৌর ও নবায়নযোগ্য শক্তির সমাধান এবং জ্বালানি-সাশ্রয়ী আধুনিক আলোকপ্রযুক্তি। আয়োজকদের মতে, এসব উদ্যোগ টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

এছাড়া পানি প্রযুক্তি ও সমাধান সম্পর্কিত বিষয় নিয়ে অনুষ্ঠিত হবে ‘সপ্তম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’। প্রদর্শনীতে পানি ও বর্জ্যপানি ব্যবস্থাপনা, বিশুদ্ধকরণ, লবণাক্ততা দূরীকরণ এবং স্মার্ট পানি ব্যবস্থাপনার সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরা হবে। দ্রুত নগরায়ন ও শিল্পায়নের বাস্তবতায় এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর লক্ষ্যকে সামনে রেখে এই প্রদর্শনী পানি ব্যবস্থাপনায় কার্যকর অবদান রাখবে।

সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম, গ্রুপ সিইও এস এস সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং পরিচালক অভিষেক দাস প্রমুখ উপস্থিত ছিলেন