Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুবায়েদ হত্যার বিচারের দাবিতে গোবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ

গোবিপ্রবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৫ ২০:৩২ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ২১:৪৯

গোবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ। ছবি: সারাবাংলা

গোবিপ্রবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়েদ হোসেন রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনার সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২০ অক্টোবর ) দুপুর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের লিপুজ চত্বর থেকে মিছিলটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিল শেষে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুত বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা দেখেছি বেছে বেছে ছাত্রদলের নেতাকর্মীরা টার্গেট কিলিংয়ের শিকার হতো। যে নেতাকে মনে হতো স্বৈরাচারের জন্য হুমকি তাকেই টার্গেট কিলিংয়ের শিকার হতে হতো।

জুলাই -আগস্টের রক্তের বিনিময়ে যে সরকার বসে আছে,সে সরকারের আমলেও দেখতে পাই, আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের বেছে বেছে টার্গেট কিলিংয়ের শিকার হতে হচ্ছে। আমরা দেখতে পাই, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য ভাই ও সবশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়েদ ভাইকে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যা পেছনে রহস্য লুকায়িত আছে, সে রহস্য উন্মোচন করতে হবে। যদি রহস্য উন্মোচন করা না হয়, তাহলে ছাত্রদল বসে থাকবে না। প্রতিটি হত্যার রহস্যের পেছনে কারা বা কোনো সন্ত্রাসী সংগঠন জড়িত আছে তা রহস্য উন্মোচন করতে হবে। সন্ত্রাসী সংগঠনকে বাঁচানোর জন্য অন্য দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হলে সে রায় মেনে নেওয়া হবে না। কোনো অসাধু উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। অসৎ উদ্দেশ্য সফল করার জন্য প্রতিটা ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন, যখনই কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তখনই ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে সাম্য ভাইকে হত্যা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হবে কিছু দিনের মধ্যে। সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের এক ছাত্রদলের ভাইকে হত্যা করা হয়েছে। এটার পেছনে কোনো সন্ত্রাসী সংগঠন বা অন্য কোনো কারণ জড়িত থাকতে পারে। আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।’