Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি কোনো দরকষাকষিতে যেতে চায় না: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ২০:৩২ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ২১:৪৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা।

ঢাকা: বিএনপি কোনো ধরনের দরকষাকষি বা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে যেতে চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘হিংসা-প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সাধারণ জনগণের ভালোবাসা ও মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই বিএনপির লক্ষ্য।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশে নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। তবে রঙধনুর সাত রঙের মতো সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে চায় বিএনপি।’

বিজ্ঞাপন

ফখরুল বলেন, ‘সব ভ্রান্ত ধারণা ভেঙে বৃহত্তর জাতীয় স্বার্থে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গত ১৫ বছরে বর্তমান ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে। এখন সময় এসেছে সবার মতামত নিয়েই দেশ পরিচালনার।’

অনুষ্ঠানে প্রায় অর্ধশত হিন্দু ধর্মাবলম্বী মানুষ বিএনপিতে যোগ দেন। তাদের যোগদান উপলক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে বৃহত্তর সমাবেশের আয়োজন করবে দলটি।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর