Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এলাকায় গেলেই ঠ্যাং ভেঙে দেব’— সাংবাদিককে ইউপি সদস্যের হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ২৩:১৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ০০:৪৫

অভিযুক্ত ইউপি সদস্য নূরে আলম

গাজীপুর: জেলার শ্রীপুরে রাস্তা নির্মাণের অনিয়মের অভিযোগের তথ্য জানতে গেলে এক সাংবাদিককে পা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকির অডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

হুমকির শিকার সাংবাদিকের নাম শিহাব খান। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখণ্ড গ্রামের মৃত আবদুল হাকিম খানের ছেলে এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযোগ উঠেছে, গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাবুলের বাড়ির রাস্তার ইট সলিংয়ের কাজে নিম্নমানের ইট ব্যবহারের খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক শিহাব খান। ভিডিও ও ছবি ধারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠিয়ে বিষয়টি অবহিত করেন তিনি। কিছু সময় পর অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে তিনি প্রথমে ইউপি সদস্যের ছেলের হুমকি শোনেন, এরপর নিজে ইউপি সদস্য ফোনে বলেন— ‘আমার এলাকায় গেলে ঠ্যাংয়ের নালা ভেঙে দেব।’

বিজ্ঞাপন

ঘটনার পর সাংবাদিক শিহাব খান বলেন, ‘আমি শুধু দায়িত্ব পালন করেছি। এখন নিরাপত্তাহীনতায় আছি। ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

অভিযুক্ত ইউপি সদস্য নূরে আলম গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি অভিযোগ স্বীকার করে বলেন, ‘রাগের মাথায় কথা বলে ফেলেছি। আমি লজ্জিত ও দুঃখিত। সাংবাদিক না জানিয়ে বিষয়টি ঊর্ধ্বতনদের জানিয়েছিল, তাই উত্তেজিত হয়ে এমনটা বলেছিলাম।’

গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘বিষয়টি শুনেছি, তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাজের মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কাজ করার অধিকার রয়েছে। তাদের হুমকি দেওয়া চরম অপরাধ। দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।‘

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর