Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেদারল্যান্ডস দূতাবাসে শেনজেন ভিসা আবেদন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ০৯:৩৪

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের ভিসা আবেদন এখন বাংলাদেশ থেকেই করা যাবে। ভিসার জন্য আর ভারত যেতে হবে না। নেদারল্যান্ডস দূতাবাস আগামী ২ নভেম্বর থেকে স্বল্প-স্থায়ী (শেনজেন) ভিসা আবেদন গ্রহণ শুরু করবে।

রোববার (১৯ অক্টোবর) ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস এক বার্তায় উল্লেখ করেছে, শেনজেন ভিসার আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে হবে (https://visa.vfsglobal.com/bgd/en/nld/)। আগামী ১৬ অক্টোবর থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

স্বল্প-স্থায়ী (শেনজেন) ভিসা প্রক্রিয়াকরণের সময় ৪৫ দিন। প্রার্থী যেদিন ভিসার জন্য আবেদন করবেন সেদিন থেকে প্রক্রিয়াকরণের সময় শুরু হবে।

বিজ্ঞাপন

প্রক্রিয়াকরণের সময় সম্পর্কে আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হয়েছে (https://www.netherlandsworldwide.nl/visa-the-netherlands/schengen-visa/apply-bangladesh)।