Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জোবায়েদকে না মারলে আমাকে পাবা না’—মাহিরকে বর্ষা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১২:৪৪ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৪:৪৩

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন।

ঢাকা: দেশজুড়ে আলোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার পরিকল্পনাকারী তার প্রাইভেট পড়ুয়া ছাত্রী বর্ষা। এমনকি, জোবায়েদকে না মারলে তুমি আমাকে পাবা না বলে হত্যাকান্ড সংঘটিত করার জন্য প্রেমিক মাহিরকে উদ্বুদ্ধ করে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মাহিরের সঙ্গে বর্ষার আগে প্রেমের সম্পর্ক ছিল। এরপর জোবায়েদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বর্ষা। এটা মাহির জানত না। বর্ষা মাহির ও জোবায়দের সঙ্গে একই সঙ্গে প্রেমের সম্পর্ক রক্ষা করে গেছে। মাহির এটি যখন জানতে পারে তখন বর্ষা তাকে নিয়ে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে।

বিজ্ঞাপন

আলোচিত সেই মিন্নির ঘটনার মতো এই ঘটনাও উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, এই ঘটনা আলোচিত সেই মিন্নির ঘটনার মতো। এটি ত্রিভুজ প্রেমের ঘটনা। গত ২৬ সেপ্টেম্বরের পর মাহিরের সঙ্গে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা।

বংশাল থানার এস আই সহযোগিতা করেছে এমন অভিযোগের প্রশ্নে তিনি বলেন, ‘এটা আমরাও গতকাল শুনেছি। আশা করি এটা হওয়ার সুযোগ নাই। তারপরও আমরা এ বিষয়ে তদন্ত করছি। তার বিরুদ্ধে এমন প্রমাণ পেলে আমরা ব্যবস্থা নেব।’

এ সময় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ‘জোবায়েদ যখন মারা যায় তখন বর্ষা ঘটনাস্থলে উপস্থিত ছিল। হত্যাকান্ড বর্ষা আগেই কনফার্ম হইছে। পুরো হত্যাকান্ড বর্ষা পর্যবেক্ষণ করেছে।’

এদিকে, ছাত্রদল নেতা জোবায়েদ হত্যাকান্ড ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-ছাত্রী বর্ষা (১৯), তার প্রেমিক মাহির রহমান (১৯) ও তার বন্ধু আইলান।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর