Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ভেতরে গোলাগুলি, আতঙ্কে সীমান্তবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১২:৫৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত।

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ৩৪ নম্বর পিলার সংলগ্ন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী এবং রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী (আরসা/আরএসও)-এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ গোলাগুলির শব্দ শোনা যায়।

আন্তর্জাতিক সীমান্ত পিলার ৩৪ ও ৩৫-এর মাঝামাঝি মিয়ানমার সীমান্তের প্রায় ৩০০ থেকে ৩৫০ মিটার ভেতরে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

দুই সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ সংঘর্ষকেই গোলাগুলির মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে।

গোলাগুলির শব্দে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্ত এলাকার বাসিন্দারা উৎকণ্ঠায় রাত কাটাচ্ছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, বিজিবি টহল জোরদার থাকার কারণে সীমান্তে বসবাসরত এলাকাবাসী আতঙ্কের মধ্যে নেই।

সীমান্ত পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। সীমান্তে নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সীমান্তের কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর