Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুয়েলভ মিনিট সিরাত প্রতিযোগিতায় রানার-আপ ইবি শিক্ষার্থী নাফিস

ইবি করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৩:১২

দ্বিতীয় স্থান অধিকারী ইবি শিক্ষার্থী ইহসানুল হক নাফিসের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে।

ইবি: শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সৃজনঘর কর্তৃক আয়োজিত রাসূল (সা.) এর জীবনীভিত্তিক ভিজুয়াল আসর ‘টুয়েলভ মিনিট সিরাত প্রতিযোগিতা- ২০২৫’ এ রানার-আপ হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ইহসানুল হক নাফিস।

শনিবার (১৮ অক্টোবর) সিলেট নগরীর আরামবাগস্থ আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, এই প্রতিযোগিতায় দেশের ৮০টি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ২০০ এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখান থেকে ফাইনাল রাউন্ডের জন্য ১২ জনকে সিলেক্ট করা হয়। এতে প্রথম স্থান অধিকারী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান নাঈমকে লতিফ ট্রাভেলসের সৌজন্যে পবিত্র ওমরাহ প্যাকেজ, দ্বিতীয় স্থান অধিকারী ইবি শিক্ষার্থী ইহসানুল হক নাফিসকে একটি ল্যাপটপ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মুবিদুর রহমান নাবিলকে একটি ডেস্কটপ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া, সেরা ১২ তে স্থান পাওয়া বাকি নয়জনের হাতেও নগদ অর্থসহ বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

রানার্সআপ বিজয়ী এহসানুল হক নাফিস বলেন, ‘সৃজনঘর আয়োজিত ভিজুয়াল সিরাত প্রতিযোগিতায় রানার-আপ হতে পেরে সর্বপ্রথম মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার বাবা-মাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, যারা সবসময় আমাকে সিরাত চর্চা ও ইসলামী শিক্ষার প্রতি অনুপ্রাণিত করেছেন। এই অর্জন আমাকে আগামীতে সিরাত বিষয়ে আরও গভীরভাবে গবেষণা এবং অধ্যয়ন করতে উদ্বুদ্ধ করবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর