Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুতে জোড়া শিশু হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৫:৩৬

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি। ছবি: সারাবাংলা

কক্সবাজার: কক্সবাজার রামু’র গর্জনিয়ায় অপহরণের পর সহোদর দুই শিশুকে হত্যার ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৫ জনের মৃত্যুদণ্ড এবং ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুল গণি এই রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বিকেলে রামুর গর্জনিয়াতে মোহাম্মদ ফোরকানের দুই ছেলে মোহাম্মদ হাসান শাকিল (১০) ও মোহাম্মদ হোছাইন কাজল (৮)-কে অপহরণ করে আসামিরা। পরে তাদের পারিবারের কাছে ফোনে চার লাখ টাকা মুক্তিপণের দাবি করা হয়। এরপর দুই শিশুর পরিবার আসামিদের দাবিকৃত মুক্তিপণ না দিয়ে পুলিশকে খবর দিলে আসামিরা ওই দুই শিশুকে হত্যা করে গর্জনিয়া খালে মরদেহ ভাসিয়ে দেয়। তিন দিন পর ২০১৬ সালের ২০ জানুয়ারি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এই মর্মান্তিক ঘটনায় মোহাম্মদ ফোরকান বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন বাদী ও কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন-মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দু শুক্কুর, আলমগীর হোসেন (প্রকাশ বুলু), মিজানুর রহমান, মো. শহীদুল্লাহ। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা অর্থ দণ্ডও দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-আবদুল মজিদ, ফাতেমা খাতুন, রাশেদা, লায়লা বেগম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর