ঢাকা: রাজধানীর কদমতলীতে নির্মানাধীন ভবন থেকে নিচে পড়ে সিদ্দিকুর রহমান (৪৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১অক্টোবর) বেলা ১২টার দিকে কদমতলী জনতাবাগ পুলিশ ফাঁড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত সিদ্দিকুরের ছোট ভাই মো. ওয়াহিদ জানান, সিদ্দিকুর ইলেক্ট্রশিয়ান। নির্মাণাধীন ১০ তলা ভবনটির পাঁচতলায় ইলেক্ট্রিকের কাজ করছিলেন তিনি। কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় সহকর্মীরা তাকে স্থানীয় ইসলামীয়া হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ভবন থেকে কীভাবে পড়ে গিয়েছেন সিদ্দিকুর, তা তিনি জানেন না বলেন জানান।
সিদ্দিকুরের বাড়ি শরিয়তপুর জেলার সখিপুর থানার কালিকাকন্দি গ্রামে। তার বাবার নাম আব্দুস সাত্তার। বর্তমানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে কদম তৈরীর জনতাবাগ এলাকায় ভাড়া থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।