Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের ক্ষতিগ্রস্ত সেতু রক্ষায় অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৫:২৮ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৬:২৩

মোবাইল কোর্ট পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূইয়া। ছবি: সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কাউতলি এলাকার এন্ডারসন খাল রেলওয়ের ১২ নম্বর ব্রিজটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে নদীর ব্রিজ-সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নিয়ম লঙ্ঘন করে চলাচল করা চারটি বাল্কহেডকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার এবং বাংলাদেশ রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী মো. শাহ জালাল।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনায় সহায়তা করে নৌ-পুলিশ, জিআরপি, আরএনবি ও বেঙ্গল পুলিশ।

জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিজটি সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর