Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একনেকে ৩টি নতুন ও ১০ সংশোধিত প্রকল্প অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৫:৪১ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৫:৪৬

ঢাকা: পাবনার মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তরসহ তিনটি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২৭০ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে একটি প্রকল্প ছাড়া বাকী দুটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।

এছাড়া ইতোপূর্বে একনেকে অনুমোদিত ১০টি প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে ৩টি প্রকল্পে মোট ৪৯১ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয় কমছে। তবে ব্যয় কমলেও প্রকল্প বাস্তবায়নের সময়সীমা বাড়ছে। অবশিষ্ট প্রকল্পগুলোর মধ্যে ৬টি প্রকল্পে মোট ব্যয় বাড়ছে ২০৯ কোটি ৫২ লাখ টাকা।

বিজ্ঞাপন

নতুন ৩ প্রকল্প এবং অনুমোদিত ১০ সংশোধিত প্রস্তাবগুলোতে ব্যয় হ্রাস-বৃদ্ধিসহ ১৩ প্রস্তাবে সার্বিক ব্যয় হবে ১ হাজার ৯৮৮ কোটি ৯ লাখ টাকা।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ একনেক সভা। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সভায় উপস্থিত ছিলেন।

একনেকে অনুমোদিত নতুন ৩টি প্রকল্প হচ্ছে- ১ হাজার ৩৬৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে পাবনার মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর; ৮৫১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে বিএসটিআই’র পদার্থ (ফিজিক্যাল) ও রসায়ন (কেমিক্যাল) পরীক্ষণ ল্যাবরেটরির সম্প্রসারণ ও আধুনিকায়ন; এবং বৈদেশিক অর্থায়নে ৫৩ কোটি  টাকা ব্যয়ে ‘প্রো-অ্যাক্ট বাংলাদেশ-রেজিলিয়েন্স স্ট্রেংদেনিং থ্রোয়াউ এগ্রি-ফুড সিস্টেমস ট্রান্সফরমেশন ইন কক্সবাজার’ প্রকল্প।

( বিস্তারিত  আসছে  ….. )

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর