Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা করছে পুলিশ: চৌধুরী নায়াব ইউসুফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৬:২৩

সংবাদ সম্মেলনে অভিযোগ জানাচ্ছেন চৌধুরী নায়াব ইউসুফ। ছবি: সারাবাংলা

ফরিদপুর : পুলিশ ও স্থানীয় প্রশাসন ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা করছে এমন অভিযোগ করে সাবেক সংসদ সদস্য এ কে আজাদ ও আওয়ামী লীগের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুর ৩ আসনের বিএনপির সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সম্মেলনে তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে গণসংযোগকালে বিএনপিকে উদ্দেশ্য করে উস্কানিমূলক স্লোগান দেওয়ায় পরমানন্দপুরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হামলার মনগড়া তথ্য দিয়ে এ কে আজাদ বিএনপি ও আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

বিজ্ঞাপন

ফরিদপুরে আবার আওয়ামী দুঃশাসন শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার পর থেকেই পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, রাসিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির আহবায়ক এফ এম কাইয়ুম জঙ্গিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের পর এ কে আজাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

উল্লেখ্য, গত রোববার সদর উপজেলার পরমানন্দপুর বাজরে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ নির্বাচনী গণসংযোগের অংশ হিসাবে সেখানকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যায়। সেসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিরতন কার্যক্রমে উপস্থিত হয়। এসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশের সহায়তায় এ কে আজাদের গাড়িবহর স্থান ত্যাগকালে বহরে থাকা পিছনের দুউটি গাড়ির গ্লাস ভাঙ্গে বিক্ষুব্ধরা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর