Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের শক্তিই দেশের আসল শক্তি: আখতার হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৬:২৭ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:২৯

বক্তব্য দিচ্ছেন (এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি: সারাবাংলা

রংপুর: জনগণের মধ্য থেকে উঠে আসা নেতা হিসেবে জনগণের সমস্যাকেই নিজের সমস্যা মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার চেতনা ছিল সমান অধিকার, মর্যাদা ও ন্যায়ের নিশ্চয়তা, কিন্তু ৫০ বছর পরও দেশের মানুষ তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা পুরোপুরি পায়নি। সমাজে বৈষম্য, অবহেলা ও অন্যায় দূর করে প্রকৃত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এনসিপি কাজ করছে।’

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নে এক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন আরও বলেন, ‘ধনী-গরিবের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। কেউ বৈধভাবে ধনী হয়েছে, কেউ অবৈধ পথে। কিন্তু গরিব মানুষ এখনো বঞ্চিত। সম্পদের অভাবে যোগ্যতা ও সততা থাকা সত্ত্বেও কাউকে সরিয়ে দেওয়া হলে তা স্বাধীন বাংলাদেশের আদর্শ নয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মানুষের মর্যাদা টাকার মাপে নির্ধারিত হয়।’

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন ও সংগ্রামে জড়িত থাকার কারণে তিনি জেল-জুলুম, নির্যাতন ও রিমান্ডের মুখোমুখি হয়েছেন। দেশের মানুষের কল্যাণের জন্য এসব কষ্ট সহ্য করেছেন।

তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আজ আমরা জুলুম থেকে মুক্ত।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আমার পাশে থাকুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি উন্নয়নবঞ্চিত প্রতিটি অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে। জনগণের শক্তিই দেশের আসল শক্তি।’

উঠান বৈঠকে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়ক আব্দুল আল মামুন, যুগ্ম-আহ্বায়ক এ বি এ মিজানুর রহমান ছানাসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১ জুলাই কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।