ঢাকা: নাশকতার উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩১ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ডিএমপির উপপরিচালক (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।
তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে উত্তরা পূর্ব থানা পুলিশ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৬ জন, উত্তরা পশ্চিম থানা পুলিশ দুইজন, গুলশান এলাকা হতে ২৪ জন,খিলক্ষেত থানা পুলিশ চারজন, ক্যান্টনমেন্ট থানা পুলিশ তিনজন, ধানমন্ডি থানা পুলিশ ছয় জনকে, নিউমার্কেট থানা পুলিশ ছয় জনকে,শাহবাগ থানা পুলিশ তিনজন, মোহাম্মদপুর থানা পুলিশ আট জনকে, হাতিরঝিল থানা পুলিশ এক জনকে, পল্টন থানা পুলিশ ছয় জনকে, মতিঝিল থানা পুলিশ ৪০ জনকে ও ডিবি-ওয়ারী কর্তৃক ২২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।