Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএনও’দের নির্বাচনি প্রশিক্ষণ শুরু কাল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৭:২৩ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:২৬

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষণ বুধবার (২২ অক্টোবর) থেকে শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।

‎মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য জানান।

‎তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টোট) বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে অন্য চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।

‎আগামী ১১ নভেম্বরের মধ্যে (সম্ভাব্য) দুটি করে ব্যাচে ২৫ জন তথা মোট ৫০ জনের দুই দিনব্যাপী (১২টি সেশনে) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

‎সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা পদে নিয়োজিত থাকেন মাঠ প্রশাসনের এই কর্মকর্তারা।

‎প্রতি নির্বাচনের আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা পদে নিয়োজিত থাকা মাঠ প্রশাসনের এই কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই