ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষণ বুধবার (২২ অক্টোবর) থেকে শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টোট) বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে অন্য চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।
আগামী ১১ নভেম্বরের মধ্যে (সম্ভাব্য) দুটি করে ব্যাচে ২৫ জন তথা মোট ৫০ জনের দুই দিনব্যাপী (১২টি সেশনে) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা পদে নিয়োজিত থাকেন মাঠ প্রশাসনের এই কর্মকর্তারা।
প্রতি নির্বাচনের আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা পদে নিয়োজিত থাকা মাঠ প্রশাসনের এই কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)।
ইউএনও’দের নির্বাচনি প্রশিক্ষণ শুরু কাল
স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৭:২৩ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:২৬
২১ অক্টোবর ২০২৫ ১৭:২৩ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:২৬
সারাবাংলা/এনএল/এইচআই