Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রদ্ধা-ভালোবাসায় চির বিদায় নিলেন হামিদুল হক মোহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৮:০২ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৮:৫৫

হামিদুল হক মোহনকে গার্ড অফ অনার প্রদান করা হয়। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: দলীয় নেতাকর্মী আর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় চির বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিক মোহনের জানাজা নামাজ মঙ্গলবার (২১ অক্টোবর) জোহরের নামাজের পর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

তার নামাজে জানাজায় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, লুৎফর রহমান মতিন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা জামায়েত ইসলামীর আমির আহসান হাবিব মাসুদ, বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতির অঙ্গনের মানুষ অংশ নেন। এর আগে এই মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করা হয় প্রশাসনের পক্ষ থেকে। পরে টাংগাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য শেষ করে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর হামিদুল হক মোহন বিএনপির জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমৃত্যু তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে গণসংযোগ চালাচ্ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরামের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। তিনি ভাষাসৈনিক আব্দুল মতিনের বোন জামাই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর