Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যদের নিবন্ধন আটকে এনসিপিকে অগ্রাধিকার দিচ্ছে ইসি: মৌলিক বাংলা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৮:৫৭

মৌলিক বাংলার সভাপতি খান শোয়েব আমান

‎ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সরকারের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রাধান্য দিতে গিয়ে অন্য নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে এমন অভিযোগ তুলেছে নিবন্ধনপ্রত্যাশী দল মৌলিক বাংলা।

‎মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে দল নিবন্ধনের প্রথম পর্যায়ের তদন্তে উত্তীর্ণ এই রাজনৈতিক দল এ অভিযোগ করে।

‎এ সময় মৌলিক বাংলার সভাপতি খান শোয়েব আমান অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশন এখন সরকারের প্রতিনিধির মতো আচরণ করছে। কর্মকর্তারা দলের নেতাকর্মীদের ব্যাকগ্রাউন্ড নিয়ে অযথা প্রশ্ন করেছেন, যা রাজনৈতিক দলের প্রতি সরকারি কর্মকর্তাদের বলা উচিত নয়।’

‎খান শোয়েব অভিযোগ করে বলেন, ‘‘বর্তমান সরকার এনসিপির নেতাদের ‘বগলে নিয়ে ঘুরছে’, আর অন্যান্য দলের ওপর চলছে নিপীড়ন। অনেকে এখন শুধু বর্তমান নিয়েই ভাবছে, ভবিষ্যতের রাজনীতি নিয়ে নয়।’’

‎মৌলিক বাংলার সাধারণ সম্পাদক ছাদেক আহম্মেদ সজীব অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশন প্রথমে তদন্ত, পরে পুনর্তদন্ত এবং এখন অধিকতর তদন্ত করছে, যার ফলে আমাদের নেতাকর্মীরা আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়ছেন। তারা যে তদন্ত করছেন, এটা ময়নাতদন্তের মতো।’

‎সাধারণ সম্পাদক বলেন, ‘ইসি আমাদের সহযোগিতা না করে বিদ্রুপ করেছে, সময় ও অর্থ নষ্ট করেছে। কমিশন একটি দল, এনসিপিকে অগ্রাধিকার দিচ্ছে, আর বাকিদের নিবন্ধন প্রক্রিয়া আটকে রেখেছে। তিন ধাপে তদন্ত চালানো সাংবিধানিক ও নীতিমালার পরিপন্থী।’

‎এদিকে, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিও অধিকতর তদন্ত না করে প্রথম তদন্তের ভিত্তিতে নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে। একইসঙ্গে দলটির পক্ষ থেকে নিবন্ধন আইন সহজ করার কথাও বলা হয়েছে।

‎উল্লেখ্য, ইসির প্রথম পর্যায়ের মাঠ তদন্তে এই দুই দল টিকেছিল। এরপর ইসি অধিকতর তদন্তের জন্য নয়টি নির্ধারণ করলে এর মধ্যে এই দুই দলকে রাখে। এদিকে, জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হলেও প্রতীক জটিলতায় তা আটকে আছে। ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করতে বললেও শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক এনসিপি নেবে না। বর্তমানে ঝুলে আছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া।

‎তাই দ্রুত নির্বাচন কমিশনকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ করে বিজ্ঞপ্তি জারির আহ্বান জানায় নিবন্ধন প্রত্যাশীদলগুলো।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই