Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইসলামের পক্ষে এক বাক্স দেওয়ার ঘোষণায় এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ২০:০৭ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২১:৪২

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

ভোলা: ইসলামের পক্ষে এক বাক্স দেওয়ার ঘোষণায় এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভোলা জেলা পরিষদ হল রুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের আয়োজনে ‘ইসলামী সমাজ ব্যবস্থা ও কল্যাণরাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গত ৫৩ বছর আমাদের অনেকের চিন্তার ব্যবধানের কারণে আমরা পরগাছার মতো অন্যের ওপর ভর করে চলেছি। ইসলাম নামের গাছকে মাথা উঁচু করে দাঁড় করানোর চিন্তা অনেকে করিনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরি হয়েছে। দেশ রক্ষা, মানবতার কল্যাণের পক্ষেও বিদেশি তাবেদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে আমরা যারা ইসলামী দল করি তারা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দিব। এ ঘোষণার পর এক শ্রেণির লোকের মাথা খারাপ হয়ে গেছে। এখন মাথা খারাপের দলেরা কিছু হুজুরকে কেনার প্রস্তাব দিতেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সারাদেশে ইসলামের পক্ষে যে সুযোগ তৈরি হয়েছে তা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদেরকে ধিক্কার জানাবে। সারাদেশে সফর করার পর আমার যেটা মনে হয়; আমরা যদি সকলে মিলে এক কণ্ঠে আওয়াজ তুলতে পারি তাহলে চোর, চাঁদাবাজ, খুনি, জালেম এবং বিদেশিদের তাবেদার আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, এটি হাতছাড়া করা যাবে না।’

মুফতি রেজাউল করিম বলেন, ‘এ দেশে আযানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে আবার আযানের শব্দে বাচ্চারা ঘরে যায়। এ দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশে গত ৫৩ বছর যারা যেই নীতি আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে তার নাম হলো মানবরচিত কুফরী তন্ত্র। এদের পরিচালনায় আমাদের দেশ বিশ্বের মধ্যে দুর্নীতি ও চোরের দিক থেকে পাঁচবার প্রথম হয়েছে। এরা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। গত ফ্যাসিস্ট হাসিনা সরকার বলেছে ‘হাসিনা পালায় না’ আল্লাহর কুদরতে ভাত পাক করেও খেয়ে যেতে পারেনি।’ আগামী নির্বাচনে ইসলামের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা শফিউদ্দীন, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবু সালেহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মাওলানা কামাল উদ্দিন ও ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রেজাউল করিম বোরহানী প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর