Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবলেট ভাড়া থেকে শিশু অপহরণ, গ্রেফতার দম্পতি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ২১:০৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ০০:৩৯

গ্রেফতার দম্পতি। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় মো. পারভেজ (২৭) ও কাকলী আক্তার (২৫) নামের এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার বাদী মো. আবু সায়েম (৪৬) কামরাঙ্গীরচর থানাধীন আলীনগর এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করেন। তিনি ভাড়াটিয়া হিসেবে মো. পারভেজ (২৭) ও তার স্ত্রী কাকলী আক্তারকে (২৫) সাবলেট হিসেবে ঘর ভাড়া দেন। গত ১৯ অক্টোবর সকাল ১১টায় বাদীর স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় আসামিরা অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন সহযোগীর সহায়তায় মুক্তিপণের উদ্দেশ্যে বাদীর শিশু পুত্র আব্দুল হাদি নূরকে অপহরণ করে।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, অপহরণকারীরা তাদের ব্যবহৃত ইমো নাম্বার থেকে বাদির নাম্বারে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। প্রথমে আসামির নাম্বারে পাঁচ হাজার টাকা দিতে বললে বাদি ছেলেকে ফিরে পাওয়ার আশায় বিকাশে পাঁচ হাজার টাকা দেন। পরে আসামিরা ইমু নাম্বারে এক লাখ টাকা মুক্তিপণ চেয়ে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করতে থাকে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা করেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিশুর অবস্থান শনাক্ত করে এবং আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টায় মিরপুর মডেল থানাধীন হোটেল ক্লাসিক আবাসিক থেকে আসামি পারভেজ ও কাকলী আক্তারকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর