Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রনি, সম্পাদক নোবেল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ২১:৪৯

সভাপতি ইসমাইল হোসেন রনি ও সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল।

লক্ষ্মীপুর: সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে ইসমাইল হোসেন রনিকে সভাপতি ও বাহাদুর হোসেন নোবেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. রাজু, সহ-সভাপতি মো. আশরাফুল আলম, তারেক রহমান, মোহাম্মদ দিপু, মো. ইমতিয়াজ আহামেদ, আব্দুল কবির, সবুজ হোসেন (সজিব)। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান আরিফ, মোহাম্মদ রায়হান হোসেন, মো. সোহেল রানা, রাকিবুল ইসলাম হৃদয়, মিজানুর রহমান নাহিদ, ফরহাদ হোসেন, দিদার হোসেন আকাশ, জনি আক্তার, সৈয়দ তৌহিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নীরব, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী ও দফতর সম্পাদক জাকির পাটওয়ারী।

বিজ্ঞাপন

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংগঠনকে গতিশীল করতে নতুন নেতৃত্ব দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর