Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে ১২ মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ২২:৪৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ০০:৩৮

২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম জসিম। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম জসিমকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একটি হত্যা ও চারটি অস্ত্র মামলাসহ ১২টি মামলা রয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত। এর আগে এদিন দুপুরে সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের দক্ষিণ হামছাদী গ্রামের সানা উল্লাহ হাজী বাড়ির মৃত আব্দুল শহিদের ছেলে। সে ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা গেছে, জসিম বিভিন্ন ‘সন্ত্রাসী’ কার্যক্রমের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একটি হত্যা, চারটি অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি মোট ২২ বছরের সাজাপ্রাপ্ত।

বিজ্ঞাপন

সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, ‘জসিমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে সদর হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এদিকে জসিমের বড় বোন সাজু বেগম রাত ৯টার দিকে সাংবাদিকদের বলেন, ‘আমার ভাই জসিম শারীরিকভাবে অসুস্থ। সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুলিশ তাকে আটক করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে আটক করলেও এদিন তাকে কারাগারে সোপর্দ করা হয়নি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর