নোয়াখালী: ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় অভিযান চালিয়ে ৫টি ট্রলারসহ ৪৬ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। অভিযানে প্রায় দুই টন ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।
এর আগে, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর উপকূলে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের কমলনগর থেকে আসা পাঁচটি ট্রলারে থাকা জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪১ জন জেলেকে দুই হাজার টাকা করে মোট ৮২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, বাকি পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে নৌ পুলিশের একটি দল সহযোগিতা করে।