Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ০০:০৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ০০:১১

মোটরসাইকেলে এসে দুই যুবক পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিচ্ছে। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার গৃহবধূর নাম মঞ্জু রানী দাস (৩৫)। তিনি স্থানীয় ব্যবসায়ী বিষু দাসের স্ত্রী।

৩৩ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়— দুই যুবক মোটরসাইকেলে এসে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিচ্ছে।

ভুক্তভোগী মঞ্জু রানী দাস জানান, ‘প্রতিদিনের মতো ভোরে দোকানের আশপাশ ঝাড়ু দিচ্ছিলাম। হঠাৎ মোটরসাইকেল থেকে দুইজন নেমে এসে পিস্তল ঠেকিয়ে কানের দুল টান দেয়। আমি চিৎকার করলে গুলি করে দেব বলে হুমকি দেয়। জীবনের ভয়ে নিজেই দুল খুলে দেই।’

বিজ্ঞাপন

তার স্বামী বিষু দাস বলেন, ‘দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অস্ত্র ঠেকিয়ে আমার স্ত্রীর কানের দুল খুলে নিচ্ছে ছিনতাইকারীরা। তবে দুলটি স্বর্ণের নয়, ইমিটেশনের ছিল। ঘটনাটির পর সবাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।’

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন।

এছাড়া একই কায়দায় গত তিন দিনে ওই এলাকার অম্বিকাপুর বাদিয়াপাড়া ও শোভারামপুর ফুলতলায় আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শুক্রবার ভোরে সুইসগেটের পাশে ফুলতলা কালিবাড়ি মোড়ে প্রশান্ত মোহরির স্ত্রীর কানের দুল ও চেইন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর