সিরাজগঞ্জ: শীতের পরশ এখনো পুরোপুরি না লাগলেও সিরাজগঞ্জের চলনবিল যেন আগেভাগেই পেয়েছে শীতের আগমনী বার্তা। বিলের জলাশয়, খাল, নদী আর পুকুরজুড়ে এখন অতিথি পাখিদের কিচিরমিচিরে মুখর প্রকৃতি। বালিহাঁস, নীলশির, শামুকখোল, চখাচখি, পানকৌড়ি, মাছরাঙাসহ নানা প্রজাতির পাখির আগমনে রঙিন হয়ে উঠেছে উত্তরবঙ্গের এই বিশাল জলাভূমি অঞ্চল।
স্থানীয়রা জানান, প্রতিবছর শীত এলেই তাড়াশ উপজেলার বস্তুল, উলিপুর, পঁওতা, দিঘীসগুনা, কুন্দইলসহ প্রায় ২৫টি গ্রামে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসে। তবে এবছর শীতের আগেই তাদের আগমন ঘটেছে, যা স্থানীয়দেরও বিস্মিত করেছে। জলবায়ুর বৈশ্বিক পরিবর্তন, নিরাপদ আশ্রয় ও খাদ্যের প্রাচুর্যের কারণে চলনবিল এখন অতিথি পাখিদের অন্যতম প্রিয় আবাসস্থল।
একসময় এই চলনবিল ছিল পাখি শিকারিদের স্বর্গরাজ্য। শিকারিরা ফাঁদ পেতে, গুলি করে বা বিষ মিশিয়ে শিকার করত শত শত পাখি। তবে এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। মানুষে মানুষে সচেতনতা তৈরি হয়েছে, স্থানীয় তরুণরাও এখন পাখির বন্ধু হয়ে উঠছে।
তাড়াশের উলিপুর গ্রামের স্কুল শিক্ষক বাবুল আকতার বলেন, ‘গত কয়েক বছরের তুলনায় এবছর চলনবিলে বিভিন্ন প্রজাতির হাজার হাজার বৈচিত্র্যময় পাখির আনাগোনা বেড়ে গেছে। খাদ্যের সহজলভ্যতাসহ নানা কারণে শীত আসার আগেই চলনবিলে পাখির সংখ্যা বাড়ছে। যেটা কয়েক বছর আগে দেখা যায়নি। বিস্তীর্ণ চলনবিলের নদী, খালবিল, জলাশয়, ধানের ক্ষেত, পুকুর ও ডোবায় পাখির ঝাঁকের হাঁকডাক, ওড়াউড়ির দৃশ্যসহ কিচিরমিচির শব্দে এ অঞ্চলের মানুষের মনোরম পরিবেশ অন্য রূপ নিয়েছে।’