Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার ওভারের অনভিজ্ঞতাকে দুষলেন মিরাজ

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ০৯:৪০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১২:১৯

নিজেদের ইতিহাসের প্রথম সুপার ওভারে হেরেছে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ পথচলায় কখনোই সুপার ওভার খেলেনি বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেই সুপার ওভারের অভিজ্ঞতা হলো মেহেদি হাসান মিরাজদের। তবে প্রথম অভিজ্ঞতাটা খুব সুখকর হয়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেছেন তারা। ম্যাচ হেরে মিরাজ বলছেন, প্রথমবার সুপার ওভার খেলার কারণেই খেই হারিয়ে ফেলেছিলেন দলের সদস্যরা।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৪০ বছরের পথচলায় সব ফরম্যাট মিলিয়ে ৮১৪ ম্যাচ খেলেছে বাংলাদেশ। বাংলাদেশ তাদের প্রথম টাই দেখল গত রাতেই। প্রথম সুপার ওভারে মাঠে নামার অভিজ্ঞতাও হলো। সুপার ওভারের এই লড়াইয়ে জয়ের খুব কাছে গিয়েও মাত্র ১ রানে হেরেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১০ রান। বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর কোনো বৈধ ডেলিভারির আগেই স্কোরবোর্ডে জমা হয় চার রান। প্রথম বলটি ওয়াইড করেন আকিল হোসেন, পরের বলটি করেন ‘নো’।  সেই বল থেকে রান আসে আরও দুটি। এরপর ছয় বলে কেবল সাত রান দরকার ছিল জয়ের জন্য। আকিল পরে ওয়াইড করেন আরও একটি। তার পরও জিততে পারেনি বাংলাদেশ!

ম্যাচের পর মিরাজ বললেন, সুপার ওভারের সঙ্গে মানিয়ে নিতে পারেননি তারা, ‘আমাদের জন্য এটা ছিল নতুন অভিজ্ঞতা, আমাদের প্রথম সুপার ওভার। মোস্তাফিজ  দারুণ বোলিং করেছে (সুপার ওভারে)। আমরা খুশি হতাম, যদি জিততে পারতাম। ১১ রা দরকার ছিল আমাদের। একটি বাউন্ডারি পেলেই ভিন্ন কিছু হতে পারত।’

সোহানের সেই ক্যাচ মিসেই মূলত ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ, মানছেন মিরাজ, ‘আমাদের আর কোনো বিকল্প ছিল না। আমাদের বিশ্বাস ছিল, একটি উইকেট নিতে পারলেই ম্যাচ জিততে পারব। ওই ক্যাচটি নিতে পারলে (শেষ বলে) আমরা ম্যাচ জিততে পারতাম। এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে আমরা।’

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর