ঢাকা: সারাদেশে বৃষ্টিপাত প্রায় বন্ধ হয়ে গেছে। তাপমাত্রা বেড়েছে, বাড়ছে গরমের তীব্রতাও। এরই মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর (বিএমডি)। সংস্থাটি আশঙ্কা করছে, এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে, এমনকি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “সুস্পষ্ট লঘুচাপটি বুধবার নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু এখন মনসুন মৌসুম শেষ পর্যায়ে, সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে।”
তিনি আরও জানান, নিম্নচাপ তৈরি হলে সেটি কোন দিকে অগ্রসর হতে পারে বা কোথায় অতিক্রম করবে, তা বুধবারের পর্যবেক্ষণেই স্পষ্ট হবে।
আবহাওয়া অধিদফতরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের কিছু উপকূলীয় এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সবশেষ প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বিশেষজ্ঞদের মতে, অক্টোবরের শেষ ভাগে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সাধারণত ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা থাকে। যদি তা হয়, তবে এ মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলগুলোতে নতুন করে ঝড়ো হাওয়ার প্রভাব পড়তে পারে।