ঢাকা: গ্রেফতার সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে তা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম স্পষ্ট করে বলেছেন, ‘গ্রেফতার সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, সে সিদ্ধান্ত নেবে সরকার বা কারা কর্তৃপক্ষ।’
বুধবার (২২ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘আদালত কেবল তাদের কাস্টডিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কাস্টডি মানে তারা এখন কারা কর্তৃপক্ষের অধীনে। কোন জেলে বা সাবজেলে রাখা হবে, ঢাকায় থাকবে না চট্টগ্রামে পাঠানো হবে, এটা সম্পূর্ণ সরকারের বা কারা অধিদফতরের সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘আদালতের কাজ হচ্ছে তাদের কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা নির্দিষ্টভাবে কারা অধিদফতরের। কারা কর্তৃপক্ষই ঠিক করবেন তারা কোথায় থাকবেন এবং কীভাবে আদালতে হাজির হবেন।
যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১৪ জন কর্মরত সেনা কর্মকর্তা এবং একজন অবসরকালীন ছুটিতে আছেন।’
কারা সূত্র জানিয়েছে, আদেশের পরেই সেনা কর্মকর্তাদের ক্যান্টনমেন্টের ভেতরে থাকা বিশেষ কারাগারে নেওয়া হয়েছে।
এদিকে গুমের শিকার হয়ে আয়না ঘরে থাকা লেফটেনেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বলেন, ‘আইন অনুযায়ী এই আসামিদের একই কারাগারে থাকার কথা। যেখানে সব আসামি থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা করে ভিআইপি সাব জেল বানানোটা ভালো লাগেনি। এসি রুমে থেকে আরাম আয়েশে থাকবে এটি বিমাতা সুলভ আচরণের শামিল।’