Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণে পঞ্চম ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১২:৩১

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান নির্ণয়কারী সংস্থা আইকিউএয়ার প্রকাশিত সূচকে এ তথ্য পাওয়া গেছে।

আইকিউএয়ারের তথ্যমতে, সকাল পর্যন্ত ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

একই সময়ে ২৭৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এর পরপরই রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ২৪৪) এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা (স্কোর ১৯২)। চতুর্থ অবস্থানে রয়েছে চীনের একটি শহর, আর পঞ্চম স্থানে বাংলাদেশের ঢাকা।

বিজ্ঞাপন

একিউআই সূচকে বাতাসের মান ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’, আর ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে স্কোর হলে সেটি ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘বিপজ্জনক’ পর্যায় হিসেবে চিহ্নিত হয়।

আইকিউএয়ার জানায়, বায়ুদূষণ সাধারণত পাঁচটি প্রধান উপাদানের ওপর নির্ভর করে নির্ধারিত হয়—বস্তুকণা, নাইট্রোজেন ডাই–অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই–অক্সাইড ও ওজোন।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের বড় উৎস হলো ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং খোলা স্থানে বর্জ্য পোড়ানো। শীত মৌসুমে বাতাসে ধূলিকণার ঘনত্ব বাড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়। দূষিত বায়ুতে থাকা সূক্ষ্ম বস্তুকণা মানুষের ফুসফুসে প্রবেশ করে রক্তনালীতেও প্রভাব ফেলে, যা স্ট্রোক, হৃদরোগ, শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যানসার এবং ক্রনিক শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বাড়ায়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর