Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১২:৪১

গ্রেফতার ফয়েজ আহমেদ।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে ফয়েজ আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৬ পিস ইয়াবা, পিস্তল-গুলিসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেন

এর আগে, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নানুপুর গ্রামের শহীদ উল্লার নতুন বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়েজ আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। সম্প্রতি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে তিনি অবৈধ পিস্তল ও চার রাউন্ড বুলেট সংগ্রহ করে। গোয়েন্দা তথ্য যাচাই করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর র‍্যাব-১১ এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির নিজ বাড়ি থেকে একটি পিস্তল, চার রাউন্ড বুলেট এবং ৩৬ ইয়াবাসহ ফয়েজকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় পৃথম দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর