Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১২:৫৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৪:৩৬

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

ঢাকা: ভোটের দায়িত্ব পালনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার জন্য বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “কারো অন্যায় চাপে ইসি নতি স্বীকার করবে না, আমাদের একটাই মেসেজ আপনাদের কাছে ডিসিমিনেট করতে চাই। কোনো প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন।”

‎বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিউটে (ইটিআই) ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষক টিমের প্রশিক্ষণ উদ্বোধন করেন সিইসি। এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

‎এ সময় সুষ্ঠু ভোটের দায়িত্ব পালনে সবাইকে ইসির সহযোগিতার আশ্বাস ও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজের সমন্বয়ে ভালো ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন

সিইসি বলেন, আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা থাকবে। এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুতরাং আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দেব না। অন্যায় কোনো হুকুম দেব না। আইন অনুযায়ী, আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেভাবে পালন করবেন।

‎উপজেলা নির্বাহী অফিসারের কাছে যে দায়িত্ব থাকবে নির্বাচনকালীন, তা দায়িত্ব সঠিক ও সমন্বিতভাবে পালনের নির্দেশ দেন সিইসি।

তিনি বলেন, যে ধরনের কাজের দায়িত্ব পড়ুক না কেন সেটা আপনারা আইনসম্মতভাবে, নিউট্রালি, প্রফেশনালি কাজ করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা আমাদের দেশের যে এই দুরবস্থার একটা মূল কারণ হলো – আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল যত বেশি সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি।”

‎ভোটে আইন-বিধি প্রতিপালন, নিজেরা অনুসরণের তাগিদ দেন সিইসি। তিনি বলেন,“ আমরা চাই সর্বস্তরের আইন মেনে চলব, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন। নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস, এ সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে।’

‎আইন শৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার, কেন্দ্রীয় মনিটরিং সেল, জেলা মনিটরিং সেল, ইলেকশন মনিটরিং সেল থাকবে– সার্বিক সমন্বয় ‘সিরিয়াস’ করার বিষয়ে ইউএনওর ভূমিকা চান সিইসি।

‎উপজেলা পর্যায়ে সমন্বয়টা আপনারাই করে থাকেন। সুতরাং নির্বাচনের সময়ও এ সমন্বয়টা খুবই জরুরি। কোনো ক্রাইসিস হলে শুরতেই যেন ট্যাকেল করা সে চেষ্টা আপনারা নিবেন।…সবকিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে আর আপনি গিয়ে হাজির হলেন সেটা যাতে না হয়। এটা আপনাদেরকে এনসিওর এনসির করতে হবে।”

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর