Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৪:৪৫

কুষ্টিয়া বিআরটিএ’র আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি।

কুষ্টিয়া: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও কুষ্টিয়া বিআরটিএ’র আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে কুষ্টিয়া সার্কিট হাউস চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক মো. আতিয়ার রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি, মানসম্মত হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন জরুরি। নিরাপদ সড়ক গড়তে প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

দিবসটি উপলক্ষ্যে অংশগ্রহণকারীরা সবাইকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর