Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবসে পথচারীদের বিনামূল্যে হেলমেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৫:০১

টাঙ্গাইলে পথচারীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান।

টাঙ্গাইল: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে পথচারীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান।

এ সময় সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা ট্রাফিক বিভাগের (টিআই) দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান বলেন, সড়কের নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও নিরাপত্তা সচেতনতা জাগ্রত করতেই মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়েছে। একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহার করা কোনো বস্তু নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক। সড়কে চলাচলের সময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার জন্য সব মোটরসাইকেল চালকদের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর