Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিফর্ম আওয়ামী লীগ প্রতিহতের ঘোষনা ছাত্র জনতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৫:১৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৬:৪৪

বক্তব্য দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সোহেল রানা। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুরে স্বৈরাচারী পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ করার প্রতিবাদে রিফর্ম আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষনা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ছাত্র জনতার ব্যানারে জেলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুর্নবাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সোহেল রানা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ‘এ কে আজাদের মাধ্যমে আওয়ামী লীগকে রিফর্ম হওয়ার সুযোগ দেওয়া যাবে না। জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য ও সাবেক সহসভাপতি এ কে আজাদ ফ্যাসিস্টদের পুনর্বাসনে কাজ করছে। ২৪-এর আন্দোলনে যারা ছাত্র-জনতার রক্ত ঝরিয়েছিল, তারাই প্রকাশ্যে এ কে আজাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রশাসনের উদাসিনতার কারণে আজ আবার স্বৈরাচার রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে। এভাবে চলতে থাকলে জেলার বিশৃঙ্খলার দায় প্রশাসনের ও এ কে আজাদের বলে দাবি করা হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই সকল চিহ্নিত দোসরদের গ্রেফতার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সিনিয়র সহসভাপতি সাইফ খান, সাবেক যুগ্ম সম্পাদক সাইম হাসান, মেহেদী হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর