ময়মনসিংহ: বিভাগীয় জেলা ময়মনসিংহে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়কারী জয়ন্ত করের পরিচালনায় আলোচনায় অংশ নেন এমআইপিএস প্রকল্পের রিসার্চ অফিসার সায়েদুল ইসলাম, কমিউনিকেশন
অফিসার এ এস এম আতিকুর রহমানসহ অন্যান্য সাংবাদিকরা। এতে ময়মনসিংহে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ‘গণতন্ত্র বিকাশে রাজনৈতিক সহনশীলতা অত্যন্ত জরুরি। গণমাধ্যম যদি তথ্যের সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, তবে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব। আমরা একটি শান্তিপূর্ণ সমাজ চাই, যেখানে সব মতের মানুষ নিরাপদে বসবাস করবে।’