Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলাতঙ্ক প্রতিরোধে মালিকবিহীন কুকুর ও বিড়ালকে টিকা প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৭:০৪

কলাপাড়ায় মালিকবিহীন (বেওয়ারিশ) কুকুর ও বিড়ালকে টিকা প্রদান।

পটুয়াখালী: মরণব্যাধি জলাতঙ্ক রোগ প্রতিরোধে পটুয়াখালীর কলাপাড়ায় মালিকবিহীন (বেওয়ারিশ) কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে কলাপাড়া পৌরসভার আয়োজনে এবং পটুয়াখালী অ্যানিমেল লাভার্সের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ও কলাপাড়া-কুয়াকাটা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

এ কর্মসূচির মাধ্যমে কলাপাড়া ও কুয়াকাটার পৌরসভার বিভিন্ন স্থানে মালিকবিহীন কুকুর ও বিড়ালকে এই জলাতঙ্ক প্রতিরোধ টিকা প্রদান করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর