Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ভর্তি চিত্রাঙ্গদা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২২ অক্টোবর ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৭:৫৫

হাসপাতালে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ছবি: সংগৃহীত

হাসপাতালে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। দীপাবলির আনন্দের আবহে অভিনেত্রীকে নিয়ে উদ্বিগ্ন তার অনুরাগীরা। হাসপাতাল থেকে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। ছবির সঙ্গে তিনি জানান, খুব শিগগিরই আবার চেনা ছন্দে ফেরার আশা করছেন তিনি।

চিত্রাঙ্গদার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। হাতে ড্রিপ লাগানো তার।

সেই ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘খুব শিগগিরই খরগোশের মতো দৌড়োব, এমন আশাই করছি।’ তবে ঠিক কী কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তা প্রকাশ করেননি বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী।

সম্প্রতি চিত্রাঙ্গদা ব্যস্ত ছিলেন সালমান খানের ‘ব্যাটল অফ গলওয়ান’ নিয়ে। এই ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। ছবিতে বিভিন্ন লড়াইয়ের দৃশ্য রয়েছে। এমনকি, লাদাখের এমন কিছু জায়গায় ছবির শুটিং হয়েছে যেগুলো খুবই দুর্গম। সেইসব জায়গার তাপমাত্রাও খুব নীচের দিকে থাকে। তাই অনুরাগীদের প্রশ্ন, এই ছবির শুটিং করতে গিয়েই কি অসুখ বাধিয়েছেন চিত্রাঙ্গদা? সেই উত্তর অবশ্য মেলেনি।

বিজ্ঞাপন

চিত্রাঙ্গদার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাউসফুল ৫’। এই ছবিতে চিত্রাঙ্গদাকে দেখা গিয়েছিল অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সোনম বাজওয়া, নার্গিস ফকরি, নানা পাটেকর, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, ফারদিন খান, শ্রেয়স তলপাড়ে, ডিনো মোরিয়া ও সঞ্জয় দত্তের সঙ্গে। ছবিতে একাধিক তারকার সমাবেশ হলেও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। বরং ছবির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। ছবিতে নাকি নারীদেরকে পণ্যের মতো দেখানো হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর