Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৯:৪৩

আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

রংপুর: অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য শীর্ষে রয়েছেন। এমন ‘অপদার্থ’ উপদেষ্টার অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব নয়। গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিলাসবহুল সাব-জেলে রাখার দায়ও তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর চাপিয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় যারা ব্যর্থ, তাদের দায় এড়ানো যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার গোল্ড মেডেল পাবেন। রাষ্ট্রের দায়িত্ব হলো যিনি ভালো পারফর্ম করতে পারেন, তিনিই দায়িত্বে থাকবেন।’

তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে নিয়োগে ১০ থেকে ২০ লাখ টাকার লেনদেনের অভিযোগ তুলে বলেন, ‘এই সচিব হাইলি ক্রিমিনাল। সমাজকল্যাণ উপদেষ্টার অধীন আমলারা তাকে ব্যর্থতার কাতারে নিয়ে গেছে।’ তিনি এসব অসৎ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান।

শিক্ষকদের আন্দোলনের কিছু দাবি সমাধানের জন্য শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ দিলেও তিনি বলেন, ‘অনেক দাবি এখনও অপূর্ণ।’

রংপুরের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘কলকারখানা গড়ে তুললে যুবকরা কর্মসংস্থান পাবে, মাদক থেকে মুক্তি পাবে।’ তিনি সার, বীজ ও কীটনাশকে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ তুলে বলেন, ‘প্রভাবশালী ডিলাররা দাম বাড়াচ্ছে, যা কৃষকদের নিরুৎসাহিত করছে।’ এই সিন্ডিকেট ভাঙার আহ্বান জানান তিনি।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি বলেন, গুম ও খুনের সঙ্গে জড়িত সামরিক কর্মকর্তাদের বিচারে ট্রাইব্যুনাল গঠিত হলেও সামরিক বাহিনী থেকে সমন্বয় কম। তিনি বলেন, ‘অপরাধীদের ফাইভ স্টার হোটেলের মতো সাব-জেলে রাখা গ্রহণযোগ্য নয়।’

প্রতিবন্ধী ফাউন্ডেশন ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅ্যাবিলিটি ট্রাস্টে নিয়োগে দুর্নীতি এবং প্রতিবন্ধী ভাতা বিতরণে তছরুপের অভিযোগ তুলে তিনি কঠোর মনিটরিংয়ের দাবি জানান।

মতবিনিময় সভায় এবি পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।