ঢাকার খ্যাতনামা সরকারি সাত কলেজের ঐতিহ্য ও স্বতন্ত্র সংরক্ষণ এবং ইসলামী শিক্ষা বিষয় রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন ইসলামী শিক্ষা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। তারা বলেন, সরকারি সাত কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য, একাডেমিক সুনাম ও স্বাতন্ত্র যেন অক্ষুণ্ণ থাকে, সেজন্য প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ। পাশাপাশি তারা ইসলামী শিক্ষা বিষয়টি পাঠ্যক্রমে পূর্বের ন্যায় সংরক্ষণ ও শক্তিশালী করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী শিক্ষা শুধু একটি বিষয় নয় এটি নৈতিকতা, মানবতা ও মূল্যবোধ গঠনের শিক্ষা। তাই এই বিভাগকে সংকুচিত বা অবহেলা না করে বরং আরও আধুনিক ও গবেষণাধর্মীভাবে এগিয়ে নেওয়া উচিত।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান ছাত্রছাত্রী ও সাধারণ শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দেন। শান্তিপূর্ণভাবে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা কলেজ প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।