Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: মিলন

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৯:০৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২০:২৫

নির্বাচনি গণসংযোগ ও পথসভা।

ঢাকা: দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন।

বুধবার (২২ অক্টোবর) শিল্পাঞ্চল থানা জামায়াত আয়োজিত দক্ষিণ বেগুন বাড়ির দীপিকার মোড় ও মধ্য বেগুন বাড়ির সিদ্দিক মাস্টারের ঢালে নির্বাচনি গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল আলম খান মিলন বলেন, ‘এদেশের মানুষ আর অপশাসন-দুঃশাসন ও স্বৈরাচারী- ফ্যাসিবাদী শাসনে ফিরে যেতে চায় না। কারণ, তারা স্বাধীনতার পর সুশাসন ও জনগণের ভাগ্যের পরিবর্তনের নামে লুটেরাদের লুটপাট ও লাগামহীন জুলুমবাজী দেখছে। তাই তারা এখন পরিবর্তন চায়। দেশের মানুষ এখন আর পুরাতন প্রতীকে ভোট দিয়ে নতুন করে প্রতারিত হতে চান না। কারণ, তারা উপলব্ধি করতে পেরেছেন যে, অতীতের শাসকরা জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নিয়েছে। তাই তারা এখন দাঁড়িপাল্লা প্রতীকের অনুকুলে গণজোয়ার সৃষ্টি ও নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে শরীক হতে চায়।’ তিনি দেশকে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি ও ঘুষ বন্ধ করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

থানা আমির কলিম উল্লাহর সভাপতিত্বে পথ সভায় আরো বক্তব্য দেন থানা নায়েবে আমীর মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন ও থানা কর্মপরিষদ সদস্য নুরে আলম ও আসাদুজ্জামান মুন্না প্রমূখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর